ইকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীদের ফেরার আবেদন বন্ধ

ইকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীদের ফেরার আবেদন বন্ধ

ইকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য আবেদন গ্রহণ আপাতত বন্ধ থাকবে। আগামীকাল বুধবার (৭ অক্টোবর) থেকে এ আবেদন বন্ধ হচ্ছে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রিয়াদের লেবার অফিস থেকে ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া কর্মীদের দেশে ফেরার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। সে কারণে আগামী ৭ অক্টোবর থেকে রিয়াদ দূতাবাসে এ সংক্রান্ত আবেদন আর গ্রহণ করা হবে না। পরবর্তীসময়ে রিয়াদ লেবার অফিস আবার নতুন করে আবেদন গ্রহণ শুরু করলে তা জানিয়ে দেওয়া হবে।’

তবে কফিলের কাছ থেকে পালিয়ে যাওয়া কর্মী ও ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া আমেল মানজিলি কিংবা সায়েক খাস পেশার কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ওমরা কার্যক্রমে আগ্রহী বৈধ এজেন্সির তালিকা করছে সরকার

আপাতত মালয়েশিয়া ফিরতে পারবে না দেশে আটকে পড়া প্রবাসীরা