২০ ককটেল জব্দবেনাপোলে শ্রমিকদের ঘর থেকে

২০ ককটেল জব্দবেনাপোলে শ্রমিকদের ঘর থেকে

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দরে কর্মরত শ্রমিকদের ঘর থেকে ২০টি তাজা ককটেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার সময় বেনাপোল বন্দরের পাঁচ নম্বর গেটের সামনে অব্দুর রশিদের বাড়ি থেকে ককটেলগুলো জব্দ করা হয়।

এ বাড়ির দ্বিতীয় তলায় বেনাপোল বন্দরে কর্মরত শ্রমিকরা ভাড়া থাকেন

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অব্দুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া শ্রমিকদের কক্ষের টয়লেট থেকে ২০টি ককটেল জব্দ করা হয়। তবে এসময় সেখানে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। জব্দ করা ককটেলগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে ৩ যুবককে কুপিয়ে আহত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ১