ড. মোশাররফ  আইডিআরএ’র নতুন চেয়ারম্যান

ড. মোশাররফ  আইডিআরএ’র নতুন চেয়ারম্যান

ঢাকা: বিমা উন্নয়নও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম মোশাররফ হোসেন। তিনি আইডিআরএ’র সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সরকার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। শিগগিরই তিনি চেয়ারম্যান হিসেবে যোগ দেবেন।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অধীনে বর্তমান দুটি সরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। লাইফ এবং নন লাইফ বিমা কোম্পানিগুলো মিলে বছরে ১৩৫ বিলিয়ন টাকা লেনদেন হয়।

দেশে বিমা খাতের ব্যবসা বৃদ্ধি পাওয়ায় সরকার ২০১১ সালে বিমা অধিদপ্তরকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পাকিস্তানের বিলম্বের সুযোগ নিয়ে ২ কোটি ডলারের সিগারেট রপ্তানি করল বাংলাদেশ

আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমি তো এখনও শহীদ হতে পারলাম না: ড. শফিকুর রহমান