দাড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে যুবদল নেতার মারধর

দাড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে যুবদল নেতার মারধর

সমাচার ডেস্ক: দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে এক ভিক্ষুককের মারধরের অভিযোগ উঠেছে।

আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবু তালেবের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে বের হলে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে তার সঙ্গে দুই যুবকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ জোমা গ্রামের যুবদল নেতা আশিক ও বিএনপির কর্মী অনিক তাকে মারধর করে এবং তার ভিক্ষা করা ভ্যানগাড়ি ভেঙে দেয়।

জানা যায়, আশিক চুয়াডাঙ্গার সদর উপজেলার যুবদলের সহসভাপতি ও অনিক বিএনপির সক্রিয় কর্মী। ‎মারধরের ফলে আবু তালেব আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

‎এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ‎স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::