সমাচার ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের সিদ্ধান্ত থাকলেও নরসিংদী জেলার দুটি আসনে মনোনয়ন প্রত্যাহার করেনি জামায়াত। এ আসনে জামায়াতের প্রার্থীরা হলেন, নরসিংদী- ২ (পলাশ) থেকে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল উপাধ্যক্ষ আমজাদ হোসেন এবং নরসিংদী- ৩ (শিবপুর) আসনে শিবপুর উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান কাউসার।
আসন দুটির মধ্যে নরসিংদী- ২ (পলাশ) আসনে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) কে মনোনয়ন দেয়া হয়। অন্যদিকে নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা রাকিবুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়।
গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
জামায়াত প্রার্থীদের দাবি তারা দলীয় সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে শতভাগ রাজি ছিলেন। সেই লক্ষ্যে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন তারা, কিন্তু সকাল থেকে নিজ নিজ আসনের নেতাকর্মীরা বাসার প্রধান ফটক তালাবদ্ধ রেখে অবরুদ্ধ করে রাখায় তারা মনোনয়ন প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছেন।
এ বিষয় বাংলাদেশ জামায়াতে ইসলামের নরসিংদী জেলা শাখার প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম আমির জানান, আমরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক নরসিংদী দুই পলাশ এবং নরসিংদী তিন শিবপুর আসনের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রের জন্য না দিয়েছি। তারা অবরুদ্ধ থাকার কারণে তাদের বাসায় গিয়ে আমরাও নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে ফিরে আসতে হয়েছে যার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করা সম্ভব হয়নি। যেহেতু বেশ কিছুটা সময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যা সিদ্ধান্ত দেওয়া হবে আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করে যাব।
অপরদিকে দশ দলীয় জোটের সিদ্ধান্ত অমান্যের অভিযোগ তুলে এনসিপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
..