ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তলসহ কুখ্যাত মাদক কারবারি মো. রফিক ওরফে বরমাইয়া রফিককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জামাই বাজার সংলগ্ন এলাকায় সিএনজি যোগে প্রবেশের সময় সন্দেহভাজন রফিককে আটক করা হয়।
প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার না হলেও জিজ্ঞাসাবাদে সে জানায়, মাদকের চালানটি চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তুপের নিচে লুকিয়ে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করে নৌবাহিনী।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা গেছে, আটক রফিকের বিরুদ্ধে মাদক পাচার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
নৌবাহিনী জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদক দমনে বর্তমানে ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য দায়িত্ব পালন করছেন।
..