জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সমাচার ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির সদস্য মাহাবুব আলম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় জানানো হয়, নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এফিডেভিটের মাধ্যমে আপিল শুনানিতে যদি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তবে এনসিপি রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, কোনো বিদেশি নাগরিককে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এখতিয়ার বহির্ভূতভাবে কাউকে সুযোগ দেয়, তাহলে এনসিপি আদালত ও রাজপথ— উভয় ক্ষেত্রেই লড়াই করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::