নীলফামারী সরকারী শিশু পরিবারে  বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, পুরস্কার পেলো  ৫৪জন 

নীলফামারী সরকারী শিশু পরিবারে  বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, পুরস্কার পেলো  ৫৪জন 
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে (৭জানুয়ারী) ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শাহ মো. আল আমিন।
বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী নুসরাত ফাতেমা, প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ সরকার প্রমুখ।
পরে শিশু পরিবার প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।নীলফামারী সরকারী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শাহ মো. আল আমিন জানান, ১৮টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতি ইভেন্ট থেকে তিনজনকে পুরস্কার প্রদান করা হয়।প্রতি ইভেন্টে প্রথম স্থান অর্জণকারী রংপুর বিভাগীয় পর্যায়ে অংশ নেবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::