রূপগঞ্জে টেক্সটাইল মিলে সন্ত্রাসী হামলা: গেটে তালা

রূপগঞ্জে টেক্সটাইল মিলে সন্ত্রাসী হামলা: গেটে তালা

 

মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার ফেয়ার টেক্সটাইল মিলস লিমিটেডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । গত ২৯ ডিসেম্বর গভীর রাতে ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, ব্ল্লম, লোহার পাইপসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশ করে মিলের চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারকে খুঁজতে থাকে।

তাকে ঘটনাস্থলে না পেয়ে সন্ত্রাসীরা কারখানার ভেতরে ব্যাপক ভাংচুর চালিয়ে যন্ত্রপাতি ও অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত করে। একপর্যায়ে তারা কারখানার শ্রমিকদের বের করে গেটে তালা লাগিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ কবে দেয়।

টেক্সটাইল মিলের চেয়ারম্যান মো: ইকবাল হোসেন বলেন,হামলার ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে কারখানার শ্রমিকরা বলেন, কারখানায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ক্ষতিগ্রস্থ কারখানার নিরাপত্তা নিশ্চিত করে খুলে দিতে হবে।

রুপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান এ ধরনের গঠনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::