নিউজ ডেস্ক: ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইয়াও ওয়েন এই সমবেদনা জানান। ঢাকায় চীন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেছে।
তারেক রহমানের কাছে পাঠানো চিঠিতে ইয়াও ওয়েন লিখেছেন, ‘অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার প্রিয় মা খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।
ইয়াও ওয়েন লিখেছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং স্বাধীনতার এক অবিচল পথিকৃৎ হিসেবে ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব দেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আর তার দৃঢ়তা দেশের জনগণকে অনুপ্রাণিত করেছে। তিনি চীনা জনগণের একজন প্রিয় বন্ধু হিসেবেও পরিচিত ছিলেন; তার অবদান আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখে গেছে।
চীনের জনগণ তাকে গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লিখেছেন, ‘কমিউনিস্ট পার্টি অব চায়না আপনার নেতৃত্বে থাকা বিএনপির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।’
চিঠিতে আরো লেখা হয়েছে, ‘আরো একবার আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি।
বাংলাদেশ ও চীন–বাংলাদেশ সম্পর্কের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকুক।’
..