আবুল কালাম আজাদ: রাজশাহীর মোহনপুরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর (ভেকু) চাপায় জুবায়ের আলী নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জুবায়ের আলী বড় পালশা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ এক্সাভেটরের চালক আব্দুল হামিদকে গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের আব্দুল মজিদ ওরফে মঞ্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল এবং মুনতাজ হাজির দুই ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন এক্সকাভেটর দিয়ে কৃষিজমিতে পুকুর খনন করছিলেন। বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক সেখানে গিয়ে বাধা দেন। একপর্যায়ে পুকুর খননের সঙ্গে জড়িতরা এক্সকাভেটর চালানোর নির্দেশ দেন। চালক এক্সকাভেটর চালিয়ে দিলে জুবায়ের আলী নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, বকুল, রুহুল ও রুবেল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জমির মালিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই তারা জোর করে কৃষিজমিতে পুকুর খনন করছিল। বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে এক্সকাভেটর চাপা দিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই তারা এলাকায় অবৈধ পুকুর খনন চালাচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, অনুমতি না নিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে পুকুর খনন করা হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় এক্সকাভেটরের চালককে গ্রেফতার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
..