সমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদেরের নাম ঘোষণা করেছে দলটি।
বুধবার বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে সিরাজগঞ্জের চারটি আসনের প্রার্থীদের দাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ।
জানা গেছে, মনজুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন। ওই আসনটি বিলুপ্ত হওয়ার পর ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী হন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫৫ ভোটে পরাজিত হন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীকের দাবিদার ছিলেন মনজুর কাদের। তবে শেষ পর্যন্ত বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দেয় দলটি। মনোনয়নবঞ্চিত হয়েও নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন মঞ্জুর কাদের সমর্থকরা। অবশেষে বিএনপির এই নেতাকে মনোনয়ন দিল এনসিপি।
এর আগে ২৫ অক্টোবর সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
সমাচার/এমএএন