মাদারীপুর জেলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৮ ডিসেম্বর) বাদ মাগরিব শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নে ইয়াছিন হাজীর কান্দি গ্রামে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন মাদবর এর সভাপতিত্বে ও সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুমন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী ।
এসময়ে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, কেন্দ্রীয় কৃষকদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাকাউল করিম খান, শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, শিবচর পৌরসভার যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল মান্নান খান, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ চৌধুরী, বিএনপির নেতা মোস্তফা বেপারী, রিপন চৌধুরীসহ শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।