মাদারীপুরে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫” উদযাপিত

মাদারীপুরে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫” উদযাপিত

প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির প্রয়োগে প্রাণিসম্পদ উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত হয় প্রদর্শনী, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ আছির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “দেশীয় গবাদি পশুর উন্নয়ন, রোগ প্রতিরোধ, প্রযুক্তিভিত্তিক সেবা ও খামার ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। কৃষি ও প্রাণিসম্পদ নির্ভর এ অঞ্চলে প্রযুক্তির সঠিক প্রয়োগ কৃষকের উৎপাদন বাড়াবে এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. এফএমএ মালেক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. তরুন কুমার রায়, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী অনিক এবং লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. আব্দুর রাজ্জাক, চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্ব, বিভিন্ন খামারি, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে দেশীয় জাতের গবাদিপশু, উন্নতমানের খাদ্য, কৃত্রিম প্রজনন প্রযুক্তি, রোগ নির্ণয় সেবা ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরা হয়।

আলোচনা শেষে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখা খামারি, উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে খামারিদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা পৌঁছে দেওয়া হবে, যা জেলা প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::