ভারতীয় ফোন নম্বর দিয়ে পুলিশকে ভয়ও হুমকি দেখাচ্ছে আ. লীগের পলাতক নেতাকর্মীরা

ভারতীয় ফোন নম্বর দিয়ে পুলিশকে ভয়ও হুমকি দেখাচ্ছে আ. লীগের পলাতক নেতাকর্মীরা

নিউজ ডেস্ক: প্রতিনিয়ত পুলিশের অসংখ্য সদস্যকে ফোনসহ নানা কায়দায় হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ কঠোর অবস্থান নেওয়ায় এমন হুমকি দেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

এসব হুমকির ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে ভারতীয় ফোন নম্বর ব্যবহার করা হচ্ছে বলে জানান তারা। এসব সিম কার নামে রেজিস্ট্রেশন করা তা জানতে ইন্টারপোলের মাধ্যমে পুলিশ সদর দপ্তর থেকে উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

সূত্র বলছে, নাশকতাকারীদের গ্রেফতারে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় শক্ত ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের ভয় দেখানো হচ্ছে। এমনকি তাদের পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। চাকরি থেকে অবসরে যাওয়ার পরও তাদের ক্ষতি করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসানকে ফোন করা ব্যক্তি নিজেকে টুঙ্গিপাড়ার একজন সাধারণ নাগরিক বলে পরিচয় দেন। গত ৭ নভেম্বর রাজ.৭১ নামের একটি ফেসবুক পেজ থেকে ৬ মিনিট ৩০ সেকেন্ডের সেই কথোপকথন ছেড়ে দেওয়া হয়। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ফোনে হুমকির বিষয়টি নিশ্চিত করে এসআই মনির হাসান বলেন, ‘এখানে সন্ত্রাস দমন আইনের বেশকিছু মামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের মামলার তদন্তকারী কর্মকর্তা আমি। মাঝে মধ্যে বিভিন্ন নম্বর থেকে ফোনে নানা ধরনের হুমকি দেয়।’ ফোনে হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় জানতে চাইলে এসআই মনির বলেন, ‘জানতে পেরেছি পাশের কোটালিপাড়া থানায় তার বাড়ি। নাম ইমরান হোসেন রাজিব।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::