মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর-১(শিবচর ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৮ বছর দলের জন্য অনেক পরীক্ষা দিয়েছি। তবু দল ছেড়ে যাইনি। দুঃসময়ে দলের সাথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বিকালে শিবচর পৌরসভার ৫নং ওয়ার্ড চৌধুরী বাড়ির মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। পরে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে র্যালী এবং গাড়িবহর নিয়ে শোডাউন দেন তিনি।
এসময় নাভীলা চৌধুরী বলেন, আমি মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ২০০১ সালে আমি এ আসন থেকে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু কুচক্রী মহলের চক্রান্তের কারণে তা আমি পাইনি। তবে, খালেদা জিয়া আমাকে খুব পছন্দ করতেন। তিনি বলেছিলেন, তুমি চিন্তা করো না, এলাকায় মন লাগিয়ে কাজ করো। সেবার আমি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হই। তখন আমি এ এলাকায় প্রচুর কাজ করেছি। এখানে যারা এসেছে তারা বিএনপিকে ভালোবেসে এসেছে, আমাকে ভালোবেসে এসেছে।
তিনি আরো বলেন, কিছুদিন আগে এই সংসদীয় আসনে মনোনয়ন দিয়ে পরে তা স্থগিত করা হয়েছে। দল ত্যাগী এবং দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করবে তাদের মূল্যায়ন করবে দল। আমি প্রতিটি এলাকা, ওয়ার্ড, ইউনিয়ন ঘুরে ঘুরে আমার প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা দেখেছি। তারা বিএনপিকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে। সেই লক্ষ্যে আমি উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিনরাত কাজ করে যাচ্ছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। এসময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহনেওয়াজ তোতা, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদ হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী পাভেল মির্জা, শাহরুখ চৌধুরী শান, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাকাউল করিম খান, সাবেক শিবচর পৌরসভা যুবদল সভাপতি ও সরকারি বরহামগঞ্জ কলেজের জিএস মোঃ খলিলুর রহমান মাদবর, সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ঠান্ডু চৌধুরীর ছেলে সায়মন চৌধুরী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শিউলি আক্তার, যুবদল নেতা সোহাগ বেপারীসহ শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন ।