মাদারীপুরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার সমাপ্তি, পুরস্কার বিতরণে কৃষকদের উৎসাহ

মাদারীপুরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার সমাপ্তি, পুরস্কার বিতরণে কৃষকদের উৎসাহ
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি”  এই মূলমন্ত্রকে সামনে রেখে মাদারীপুরে অনুষ্ঠিত হলো কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে কৃষকদের উদ্ভাবনী চর্চা এবং প্রযুক্তি ব্যবহারে অগ্রগতির প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ উৎপল রায়, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ ফরহাদুল মেরাজ, কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদীপ বিশ্বাস এবং চ্যানেল এস-এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্ব।
অনুষ্ঠানে মাদারীপুর সদর ও কালকিনি উপজেলার অসংখ্য কৃষক অংশগ্রহণ করেন। মেলায় অংশগ্রহণকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদেরকে কৃষি প্রযুক্তি গ্রহণ ও পুষ্টি উৎপাদনে আরও উৎসাহিত করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।
এই মেলার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাত ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের একটি সরাসরি সংযোগ স্থাপন হয়, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন ও নিরাপদ খাদ্য সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা।

Leave a reply

Minimum length: 20 characters ::