কথা রাখলেন শিবচরের ইউএনও : অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, অর্ধলক্ষাধিক টাকা জরিমানা ও বিপুল সরঞ্জাম জব্দ

কথা রাখলেন শিবচরের ইউএনও : অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, অর্ধলক্ষাধিক টাকা জরিমানা ও বিপুল সরঞ্জাম জব্দ
মাদারীপুর জেলা প্রতিনিধি: শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান যোগদান করেই সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আমার এলাকা কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবে না। তারই ধারাবাহিকতায় শনি ও রবিবার তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় । অভিযানে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা ও বিপুল সরঞ্জাম জব্দ করা হয়। এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন সহকারী ক‌মিশনার(ভূ‌মি) ও পৌর প্রশাসক শাইখা সুলতানাসহ যৌথবাহিনী ।
জানা যায়, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান এর নেতৃত্বে উৎরাইল ব্রিজের নিচে অভিযান চালিয়ে
ড্রেজারে ২০০ মিটার পাইপ বিনষ্ট ও ৩টি লোহার পাইপ জব্দ করা হয়। ময়নাকাটা নদীতে ৪টি ড্রেজারে অভিযান চালিয়ে পাইপ বিনষ্ট করা হয়। স্বাস্থ্যকলোনী ও যাদুয়ারচরে মোট ৭টি স্থানে প্রায় ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়। এবং ২টি ড্রাম ট্রাক ও ১টি অবৈধ নাসিমনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ৩টি মামলায় মোট ৪৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও ড্রেজার গুলোকে অকার্যকর করণের স্বার্থে ১০টি ব্যাটারি ও আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন, নদী আমাদের অমূল্য সম্পদ। অবৈধভাবে বালু উত্তোলন নদীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। এর মাধ্যমে নদী রক্ষা ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙনসহ নানা সমস্যা দেখা দিয়েছে। আজকের এই অভিযানের ফলে পরিবেশ রক্ষায় একটি বড় পদক্ষেপ নেওয়া হলো। আমরা চাই, এ অভিযান যেন নিয়মিতভাবে হয়।
অভিযানের সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায় এবং উপস্থিত অনেকেই নদী রক্ষায় প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

Leave a reply

Minimum length: 20 characters ::