মাদারীপুরে ৪০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

মাদারীপুরে ৪০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিযেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৩ আগস্ট)  জেলা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নৈতিকতা, সততা ও মানবিকতার আদর্শে আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে ভূমিকা শিক্ষার্থীদেরকেই রাখতে হবে। সমাজে অসহায় মানুষের পাশেও দাঁড়াতে হবে তোমাদেরই।
মাদারীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা: নিজামুল হক শান্ত, আরমান হোসেনসহ অনেকেই। এ সময় জেলা নীহারিকার শিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, অ্যাসিভমেন্ট সার্টিফিকেট, গিফ্ট প্যাক প্রদান করা হয়। এ ছাড়া ফুলেল শুভেচ্ছাও জানানো হয়। এ সময় শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, গণমাধ্যমকর্মী, ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::