নবীন বরণ করতে নতুনরূপে সেজেছে বরিশাল বিশ্ববিদ্যালয়

নবীন বরণ করতে নতুনরূপে সেজেছে বরিশাল বিশ্ববিদ্যালয়

 

ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়েরের ১৪ তম ব্যাচকে নিজ বিভাগ থেকে বরণ করে নিতে বিভাগগুলো সেজেছে নতুনরূপে। বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী সদ্য সিনিয়রদের হাত ধরেই প্রতিবছর উৎসবমুখর এ পরিবেশের সৃষ্টি হয়। ক্যাম্পাসের ভিতর প্রতিটি কোণে পড়ে বাহারি রংয়ের আচড়।

সমাজবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম বলেন, ক্যাম্পাসে নবীনদেন আগমন এক প্রকার উচ্ছাস এনে দিয়েছে প্রবীনদের মনে। নবীনরা আসবে, তাদেরকে বরণ করে নিবে ইমিডিয়েটরা, তার জন্য নানাবিধ প্রস্তুতি চলছে। ক্লাসরুম সাজানো, ডেপ্টের সামনে আলপনা করা, জুনিয়রদের বরণের জন্য সামগ্রী প্রস্তুত থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের পথে। ফুল, চকলেট, ক্রেস্ট, ওয়েল কাম কার্ড ইত্যাদি ইত্যাদি দিয়ে বরণ করে নেয়া হবে নবীনদের। ইমিডিয়েট প্রবীণদের মাঝে এক অন্য রকম উন্মাদনা। তিনি আরো যুক্ত করেন, আজ যদি সারারাত ও কাজ করতে হয়, তাও করবে। কিন্তু জুনিয়রদের বরণে একটুও কমতি রাখবে না। তারা নানান রঙে রাঙিয়ে তুলছে বিভাগ যেন প্রথম দেখাতেই বিভাগের প্রতি ভালো লাগা কাজ করে নবীনদের।

লোকপ্রশাসন বিভাগের নবীন সিনিয়র সাব্বির আহমেদ জিসান বলেন, আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচ অর্থাৎ লোকপ্রশাসন ১৩ ব্যাচের নবীনবরণ। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেরাটা দেয়ার। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা ওদের জন্য অবশ্যই স্পেশাল। এরা সবাইই মেধার ভিত্তিতেই এখানে এসেছে। এদের নতুন এই ধাপে প্রবেশ করাটাকে আমরা সেভাবেই বরন করে নিতে চাচ্ছি। প্রথমেই তাদেরকে ফুল দিয়ে বরন করা হবে। আমরা আশা রাখি লোকপ্রশাসন বিভাগের ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় নবীনবরণ আমরা করতে যাচ্ছি।

Leave a reply

Minimum length: 20 characters ::