বাঙলা কলেজ সংবাদদাতা: রাজধানীর সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই অলিম্পিয়াড ২০২৫’। রোববার (২৭ জুলাই) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সরকারি বাঙলা কলেজ সংসদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থী।
এক ঘণ্টাব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ৫০ নম্বরের প্রশ্নপত্রে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মূলত ইতিহাসচর্চা বাড়াতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা। অপরদিকে অংশগ্রহণকারীরা মনে করছেন, এমন আয়োজন জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় রাখতে সহায়ক হবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ অধিকার করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম মঈন উদ্দীন।
এছাড়াও, দ্বিতীয় স্থান অধিকার করে মোবাইল ফোন জিতেন মাহিম এবং তৃতীয় স্থান নিশ্চিত করে স্মার্টওয়াচ জয় করেন ফারহানা আহমেদ লিজা। পাশাপাশি, চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরষ্কার গ্রহণ শেষে ল্যাপটপ বিজয়ী এস এম মঈন উদ্দীন বলেন, “এটি ছিলো আমার জীবনে প্রথম কোনো বড় পুরষ্কার। আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত। গণতান্ত্রিক ছাত্রসংসদকে ধন্যবাদ, এমন একটি সুন্দর আয়োজনের জন্য। তাদের এ আয়োজনের ফলে জুলাইকে নতুন করে অধ্যয়ন করার সুযোগ হলো।”
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের অনন্য এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
জুলাইকে ঘিরে গণতান্ত্রিক ছাত্রসংসদের এ ধরণের ব্যাতিক্রমধর্মী আয়োজন বেশ প্রশংসিত হচ্ছে। অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পেরে বেশ উচ্ছ্বসিত বাঙলা কলেজের শিক্ষার্থীরা।