আশুলিয়ায় দৈনিক সমাচারে কর্মরত সাংবাদিকের ওপরে হামলায় আটক ১

আশুলিয়ায় দৈনিক সমাচারে কর্মরত সাংবাদিকের ওপরে হামলায় আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় দৈনিক সমাচারে কর্মরত সাংবাদিকের ওপরে হামলার ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়। আজ গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর একটি হোটেল থেকে মামলার ৩ নং আসামি মেহেদিকে আটক করা হয়েছে।

গত শুক্রবার রাত দেড়টায় দূবৃত্তদের অতর্কিত সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হয় সাংবাদকর্মী গোলাম সাব্বির। এই ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ও দু’জনকে অজ্ঞাতনামা করে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের তদন্ত করে মামলা রুজু করে আশুলিয়া থানা পুলিশ।

 

হামলার শিকার সাংবাদিক জানায়, নবীনগরে রাস্তা ও ফুটপাত দখল করে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছিলেন। এরই জের ধরে ঘটানো হয় এ হামলা। পূর্ব পরিকল্পনা করে সুযোগ বুঝে সংঘবদ্ধ হামলা চালিয়ে গুরুতর আহত করে তাকে। এসময় তার পকেট থেকে নগদ টাকা লুট করে দুবৃত্তরা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানায়, অভিযোগের তদন্ত করে মামলা রুজু করে ১ জন অপরাধীকে ধরতে সক্ষম হয়েছি। আশা করি বাকিরাও দ্রুত গ্রেফতার হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::