মাদারীপুরে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির অর্ধগলিত দূর্গন্ধযুক্ত পচা লাশ উদ্ধার

মাদারীপুরে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির অর্ধগলিত দূর্গন্ধযুক্ত পচা লাশ উদ্ধার
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির অর্ধগলিত দূর্গন্ধযুক্ত পচা লাশ উদ্ধার করেছে পুলিশ ।
জানা যায়, গত ২২ জুলাই ২০২৫ ইং তারিখে একটি অজ্ঞাত মৃতদেহ পুরুষ বয়স অনুমান ৪০ (চল্লিশ) বছর এর অর্ধগলিত দূর্গন্ধযুক্ত পচা লাশ মাদারীপুর সদর থানার পাঁচখোলা ইউনিয়নাধীন বাহেরচর কাতলা গ্রামস্থ আড়িয়াল খাঁ নদীর উত্তর পাশে পানিতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় পাওয়া গিয়াছে। অনুমান এক সপ্তাহ পূর্বের বলিয়া প্রতীয়মান হয়। উচ্চতা অনুমান ৫’ ৬” ইঞ্চি, গায়ের রং পরিষ্কার, মুখমণ্ডল গোলাকার, কান নাক, পচাগলা, মুখ হা করা জিহবা সামান্য বের হওয়া, মৃতের সারা শরীরের চামড়া পানিতে পচে ফ্যাকাশে ফোসকাপড়া হয়ে গেছে। কলাতলা নৌপুলিশ ফাঁড়ী, শিবচর, মাদারীপুর মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করিয়াছেন।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমতাবস্থায় উক্ত পুরুষ ব্যক্তির বিষয়ে কেহ কোন পরিচয় বা তথ্য পাইলে ইনচার্জ কলাতলা নৌপুলিশ ফাঁড়ি, শিবচর,  মাদারীপুর এর  মোবাইল নম্বর ০১৩২০১৬৬০৭০ এ জানানোর জন্য অনুরোধ করা হইল ।

Leave a reply

Minimum length: 20 characters ::