মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের মেয়ের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ বাস ভবনের দরজায় টানালো দুদক

মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের মেয়ের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ বাস ভবনের দরজায় টানালো দুদক
স্টাফ রিপোর্টার: মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ বাস ভবনের দরজায় জারি করেছে দুদক। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের (প্রধান সড়ক) হরিকুমারিয়া এলাকার শাজাহান খানের নিজ বাস ভবনের কাউকে না পেয়ে ভবনের দরজায় দুদকের আদেশের নোটিশ টানানো হয়।
দুদকের আদেশ নোটিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌ ও স্থল বন্দর পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত সম্পদ বিবরণী অত্র আদেশ নোটিশ দাখিলের ২১ কার্য দিবসের মধ্যে নির্ধারিত ছকে দুদকের অনুসন্ধান ও তদন্ত-২ বিভাগের পরিচালকের কাছে দাখিল করতে হবে।
মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, সাবেক নৌ ও স্থল বন্দর পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামের সকল সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ দিতে এসেছিলাম। কিন্তু বাড়িতে তাদের কাউকে না পেয়ে, আমরা নোটিশটি তাদের বাস ভবনের দরজায় টাঙিয়ে দিয়ে গেলাম। আগামী ২১ কার্য দিবসের মধ্যে জমা না দিলে দুদক তার আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a reply

Minimum length: 20 characters ::