বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলায় জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডল গ্রামে বাড়িতে ঢুকে শশুর ও পুত্রবধূকে হত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলায় জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডল গ্রামে বাড়িতে ঢুকে শশুর ও পুত্রবধূকে হত্যা

আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)।

বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ ও স্থানীয়রা জানায়  রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।

স্থানীয়রা জানান, নিহত রিভার সাত বছর বয়সী মেয়ে মালিহার বর্ণনা অনুসারে, ওই বাড়িতে ঢোকা চারজনের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল। প্রথমে তারা তার মাকে ধর্ষণ এবং পরে মা ও দাদা আফতাবকে হত্যা করে পালিয়ে যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, দুজনকে কেন হত্যা হয়েছে বা তাদের সঙ্গে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি। পুলিশি তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::