শিবচরে এক ফ্ল্যাট থেকে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শিবচরে এক ফ্ল্যাট থেকে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
স্টাফ‌ রিপোর্টার‌: মাদারীপুরের শিবচরে এক ফ্ল্যাট থেকে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। সোমবার দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গুয়াতলা এলাকার একটি ভবনের চতুর্থ তলার বাসা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রিন্স মাদবর (৪৫) পৌরসভার চরশ্যামাইল গ্রামের হাজী চাঁন মিয়া মাদবরের ছেলে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থেকে শিবচর পৌর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রিন্স আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ নামিয়ে পুলিশকে খবর দেয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন প্রিন্সের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি ।

Leave a reply

Minimum length: 20 characters ::