প্রণব কুমার সাহা অপূর্ব, স্টাফ রিপোর্টার:মাদারীপুরে বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ- দুর্নীতির বিরুদ্ধে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্ররা। রবিবার বেলা ১১টার দিকে বিআরটিএ অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় অফিসে ইব্রাহিম নামে একজন পিওন ছাড়া আর কোন কর্মকর্তা- কর্মচারীকে পাওয়া যায়নি। অনেক সেবা প্রত্যাশী সেবা নিতে আসেন, কিন্তু অফিসে কোন কর্মকর্তা-কর্মচারী না থাকায় তাদেরকে ফিরে যেতে হয়েছে। অবস্থান কর্মসূচি পালনকালে তারা নানা ¯স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।
ছাত্র নেতারা বিআরটিএ অফিসে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে স্লোগান তুলে বলেন, ‘দুর্নীতি বাজদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, মাদারীপুরের মাটিতে দুর্নীতিবাজদের ঠাঁই নাই, হৈ হৈ রৈ রৈ দুর্নীতিবাজরা গেলো কই?
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন,“যতক্ষণ পর্যন্ত আমাদের দাবী, বিআরটি এর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের মাদারীপুর থেকে অপসারণ না করা পর্যন্ত, ততদিন আমাদের নানা কর্মসূচি চলমান থাকবে। আমরা কিন্তু এর আগেও বিভিন্ন অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি। ২৪ এর ফ্যাসিস্ট সরকার পতনের জন্য রাজপথে ছিলাম তারা কিন্তু বিদায় নিয়েছে। আপনাদেরও বিদায় করে ছাড়বো।