মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেফতার

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এড. আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৩ এপ্রিল), ভোরের দিকে মেহেরপুর শহরে আব্দুস সালামের নিজস্ব বাসভবন থেকে তিনাকে গ্রেফতার করেন, সদর থানা পুলিশের একটি টিম।
আব্দুস সালাম মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামী হিসেবে তিনাকে গ্রেফতার করা হয়েছে। মেহেরপুর সদর থানায় জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তিনাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে তিনাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::