মেডিকেল কলেজ বন্ধে সরকারের কোনো সিদ্ধান্ত নেই: অধ্যাপক ডা. নাজমুল হোসেন

মেডিকেল কলেজ বন্ধে সরকারের কোনো সিদ্ধান্ত নেই: অধ্যাপক ডা. নাজমুল হোসেন

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, দেশের কোনো সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। তবে শিক্ষার মান বজায় রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতে পারে।
শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা চাই না এমন কোনো চিকিৎসক তৈরি হোক, যারা রোগীর যথাযথ চিকিৎসা দিতে অক্ষম। তাই শিক্ষার মান নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”
দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে নবীন ছয়টি নানা সমস্যায় জর্জরিত হলেও নীলফামারী মেডিকেল কলেজের সার্বিক অবস্থা তুলনামূলকভাবে সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি। এসব নবীন কলেজের অবকাঠামো উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান মহাপরিচালক।
পরিদর্শনকালে কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডা. নাজমুল হোসেন। সভায় কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। পরবর্তীতে কলেজ চত্বরে চারটি গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মো. বাকী বিল্লাহ, রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা

Leave a reply

Minimum length: 20 characters ::