মাদারীপুরে নিজ উদ্যোগে হিন্দু জেল সুপার এবার তৈরি করলেন মহিলাদের নামাজের স্থান ও মাতৃদুগ্ধ কর্ণার

মাদারীপুরে নিজ উদ্যোগে হিন্দু জেল সুপার এবার তৈরি করলেন মহিলাদের নামাজের স্থান ও মাতৃদুগ্ধ কর্ণার
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে নিজ উদ্যোগে হিন্দু জেল সুপার তুহিন কান্তি খান এবার তৈরি করলেন মহিলাদের নামাজের স্থান ও মাতৃদুগ্ধ কর্ণার । এর আগে ৩০ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া দৃষ্টিনন্দন চকচকে মসজিদটি নির্মাণ করে পুরো জেলাজুড়ে ব্যাপকভাবে সাড়া ফেলেন।
জানা যায়, ২০১৮ সালে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝিতে সাড়ে ১৩ একর জায়গার ওপর নির্মাণ করা হয় ৫০৭ জন ধারণ ক্ষমতার এই কারাগার। এই কারাগারটি বড় পরিসরে নির্মাণ হলেও মুসল্লিদের নামাজ পড়ার জন্য দেড় কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ ছিল না । মসজিদ না থাকায় কারাগারের ব্যারাকের একটি কক্ষে নামাজ আদায় করতেন কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া দর্শনার্থীরাও পড়তেন বিড়ম্বনায়। এবং মহিলারা তাদের স্বামী, সন্তান ও বাবার সাথে কারাগারে দেখা করতে এলে তারাও পড়তেন বিড়ম্বনায়। তাই সবার কথা চিন্তা করে নিজ উদ্যোগে হিন্দু জেল সুপার তুহিন কান্তি খান দৃষ্টিনন্দন চকচকে একটি মসজিদ ও  মহিলাদের নামাজের স্থান ও মাতৃদুগ্ধ কর্ণার তৈরি করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::