বাকেরগঞ্জে কোরআন প্রতিযোগিতার আয়োজন করে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান দুলাল

বাকেরগঞ্জে কোরআন প্রতিযোগিতার আয়োজন করে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান দুলাল

বাকেরগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা -২০২৫ আয়োজন করেছে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের যুবসমাজ। মোঃ হাফেজ মিজান ও মাওলানা শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আছেন কলসকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সৈয়দ ব্রিকস এর মালিক আরিফুল করিম দুলাল। প্রতিবছরের ন্যায় কলস কাঠির যুবসমাজ, পোস্টার সাটানো ও লিফলেট বিতরণ ও ফেসবুকে প্রচার প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে তারা। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন।

 

১০৩ জন প্রতিযোগিতার মধ্য থেকে ফাইনালের জন্য ৩০ জন প্রতিযোগী নির্বাচিত করা হয়। শুক্রবার কলসকাঠী ইউনিয়ন পরিষদের সামনে তিনটি গ্রুপে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনালে অত্র ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা থেকে ৯ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

যুবসমাজের এ উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন শিক্ষার্থীরাও। তারা বলছেন, রমজানে এই আয়োজন প্রশংসনীয়।দেশের সর্বত্র এ আয়োজন ছড়িয়ে পড়েছে বলেও অনেক শিক্ষার্থী মন্তব্য করেন।

কোরআন প্রতিযোগিতার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন মিনি বলেন কলসকাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল করিম দুলালের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানাই। পবিত্র রমজান মাস উপলক্ষে এমন একটা সুন্দর আয়োজন নি:সন্দেহে খুবই প্রশংসনীয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার বলেন শিক্ষার্থীদের অংশগ্রহণে নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করে। যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা তারই একটি অংশ।

অনুষ্ঠানের প্রধান আলোচক আরিফুল করিম দুলাল বলেন কোরআন তেলওয়াত প্রতিযোগিতার আয়োজনকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ধন্যবাদ জানাচ্ছি,যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সবার জন্য শুভকামনা রইলো।আমি যতদিন বেচে থাকবো পবিএ মাহে রমাজানে প্রতি বছর কোরআনের এই আয়োজন থাকবে ।

সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা তাঁর ধর্মীয় রীতিনীতি সম্পর্কে সচেতন হতে কোরআনের চর্চার বিকল্প নেই, সেই কোরআন চর্চাকে উৎসাহিত করতে কলসকাঠি ইউনিয়ন যুবসমাজ কোরআন তিলাওয়াত আয়োজন করেছে যা ইতোমধ্যেই সাড়া ফেলেছে। সবাইকে অনুরোধ থাকবে যেন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলস কাঠি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আলামিন মোল্লা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাসান ইমাম খোকন, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক রঞ্জু সৈয়দ নুরুদ্দিন প্রমূখ।

Leave a reply

Minimum length: 20 characters ::