রামুতে সিএনজি-বাস সংঘর্ষে নিহত ১, আহত ৪

রামুতে সিএনজি-বাস সংঘর্ষে নিহত ১, আহত ৪

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের রামুতে সিএনজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে রায়হান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

সোমবার (১৭ মার্চ) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পানেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পালকি বাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই রায়হান মারা যান এবং চারজন গুরুতর আহত হন।

 

নিহত রায়হান উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

এ দুর্ঘটনায় স্থানীয়রা সড়কের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::