শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল

শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল
এম.মুনসুরুল ইসলাম মাসুম:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দল ঘোষণার পর গাজীপুরের শ্রীপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত এ দলটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামের আহ্বানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়। ছাত্র-জনতার আন্দোলনের সফল পরিণতিই এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার মূল প্রেক্ষাপট।
এরই ধারাবাহিকতায় শ্রীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।  আবু রায়হান মিসবাহর সভাপতিত্বে এবং শিশির খানের সঞ্চালনায় শহীদি চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে মাওনা চৌরাস্তার ফ্লাইওভার প্রদক্ষিণ করে। পরে শহীদি চত্তরের সামনে পথসভা হয়ে মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় আবু রায়হান মিসবাহ বলেন আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবো, খেটে খাওয়া মানুষের পাশে থাকবো। আমরা চাই মানুষ তার অধিকার ফিরে পেয়ে শান্তি শিষ্ট্য ভাবে জীবন যাপন করুক।
এসময় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::