রমজানে সিগারেট বিক্রি না করায় দোকানদারকে মারধর, হামলা-লুটপাটের অভিযোগ

রমজানে সিগারেট বিক্রি না করায় দোকানদারকে মারধর, হামলা-লুটপাটের অভিযোগ
আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে পবিত্র রমজান মাসে দিনের বেলা সিগারেট বিক্রি করতে না চাওয়ায় এক দোকানদারকে মারধর ও তার দোকানে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরাতন পল্লানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে টেকনাফ মডেল থানা পুলিশ উপস্থিত হয়।
টেকনাফ মডেল থানার এসআই আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। রমজান উপলক্ষে দিনের বেলায় সিগারেট বিক্রি করতে অস্বীকৃতি জানানোয় দোকানদারকে মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী দোকানদার আলী জানান, “দুপুরের নামাজ শেষে দোকান খোলার পর রুবেল নামে এক ব্যক্তি এসে সিগারেট চান। আমি রমজান মাসের কারণে সিগারেট বিক্রি করতে অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে দোকানে হামলা চালিয়ে আমাকে মারধর করেন এবং লুটপাট করেন। এ বিষয়ে আমি টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।”
প্রত্যক্ষদর্শী কেফায়েত উল্লাহ বলেন, “দোকানদার সিগারেট দিতে না চাওয়ায় তাকে মারধর করা হয়। এ সময় দোকানে বসা আরও তিনজন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।”
স্থানীয় বাসিন্দা আনোয়ার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “পবিত্র রমজানে এমন হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সিগারেট বিক্রি না করায় কাউকে মারধর করার মতো ঘটনা নজিরবিহীন। দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।”
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::