পবিপ্রবির গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেফতার -২

পবিপ্রবির গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেফতার -২
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির রোপণকৃত বিভিন্ন জাতের ৪৪টি গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মোঃ বাদল ও পবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আবু রায়হান নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার পীরতলা বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
দুমকি থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানাযায়,  সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০তলা ভবনের পাশে জলিশা মৌজায়  অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিল ওই এলাকার আংগারিয়ার ইউপি সদস্য সৈয়দ বাদল ও জলিসা গ্রামের লাল মিয়ার পুত্র আবু রায়হান নামের ২ জন। খবর পেয়ে বিশ্ব বিদ্যালয়ের সহকারি নিরাপত্তা কর্মকর্তা আ. মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় কর্তণকৃত গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২/৩মার্চ ২০২৫।
দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ধৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::