মেহেরপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

মেহেরপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন
মেহেরপুর প্রতিনিধি: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে উদযাপিত হলো ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫।
রবিবার (২ মার্চ), সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
যেটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সিফাত মেহনাজ শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করে ভোটার দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচকরা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন। সেইসাথে নতুন ভোটারদের নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান।
এদিকে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনেও একটি বর্ণাঢ্য র‍্যালি পূর্বক উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাহিদ ইসলাম।
এসময় গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন ও ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম  উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::