সলঙ্গায় পাঁচ টন নিষিদ্ধ পিলিথিন সহ ট্রাক জব্দ ; আটক দুই

সলঙ্গায় পাঁচ টন নিষিদ্ধ পিলিথিন সহ ট্রাক জব্দ ; আটক দুই

শেখ মাহবুব, (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় পাঁচ টন নিষিদ্ধ পিলিথিন ও ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহাসড়ক দিয়ে নিষিদ্ধ পলিথিনবাহি একটি ট্রাক যাওয়ার খবর পেয়ে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকার আঁখি যমুনা হোটেলের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাই। তল্লাশি একপর্যায়ে ঢাকা হইতে রাজশাহীগামী একটি ট্রাক সিগন্যাল দিয়ে আটক করা হয়। এ সময় গাড়ী চালককে জিজ্ঞাসাবাদকালে চালক জানান, তার গাড়ীতে অনুমানিক ৫ পাঁচ টন নিষিদ্ধ পলিথিন আছে। তাদের দেয়া তথ্যে গাড়ী থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে ট্রাক সহ হাটিকুমরুল হাইওয়ে থানায় হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন ফাহিম।

আটককৃত আসাসিরা হলেন- রাজশাহী জেলার বাঘমাড়া থানার দেউলিয়া গ্রামের-মৃত কছির উদ্দিনের ছেলে (ট্রাক চালক) কামরুল হাসান মিন্টু, একই গ্রামের মান্নান এর ছেলে হেলপার আবদুল্লাহ আল মাহিদ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::