আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাদারীপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাদারীপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে মাদারীপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে একে একে শ্রদ্ধা জানাতে আসেন সরকারি, বেসরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এ সময় তারা, দেশের সবখানে ইংরেজি ভাষার সাইনবোর্ড-বিজ্ঞাপন সরিয়ে বাংলা ভাষার সঠিক ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানান। এর আগে রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন। পরে মুক্তিযোদ্ধা, রাজনীতি দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুল আলমসহ অনেকেই।

Leave a reply

Minimum length: 20 characters ::