মুহাম্মদ কিফায়ত উল্লাহ, টেকনাফ প্রতিনিধি:চার দিন পর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা তিনটিন পণ্যবাহী কার্গো বোটের মধ্য দুটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি
সোমবার সকাল ১০ টায় আটক কার্গোর মধ্য দুটি বোট বাংলাদেশ-মিয়ানমার নাফ নদের জলসীমা নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌছে। এখনো একটি বোট তাদের হেফাজতে রয়েছে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও আতঙ্ক কাটেনি।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় থেকে আটক করে পণ্যবাহী তিনটি কার্গো বোট এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারী, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে।
চার দিন পর আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি পণ্যবাহী বোট ঘাটে পৌছেছে বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এহতেশামুল হক বাহাদুর।
তিন বলেন, এর আগে গত বৃহস্পতিবার সকালে মিয়ানমার ইয়ানঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে তল্লাশির কথা বলে আটকে রেখেছিল। দুটি আসলে এখনো একটি তাদের হেফাজতে রয়েছে। এছাড়া রাখাইনে সংঘাতের কারনে বন্দরে অচল হয়ে আছে।’
স্থলবন্দরের একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় মাস পর শনিবার ইয়াঙ্গুন থেকে কয়েকজন ব্যবসায়ীর পণ্যবাহী কার্গো বোট টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা দেয়। পাঁচ দিনের মাথায় প্রথমে দুটি বোট বৃহস্পতিবার দুপুর ১২টায় নাফ নদীর মোহনায় সে দেশের জলসীমানায় নাক্ষ্যংকদিয়া নামক এলাকায় তল্লাশির নামে আটকে দেয় আরাকান আর্মি। পরদিন আরও দুটি একই কায়দায় আটকে দেওয়া হয়েছে। এর মধ্যে আচার, শুঁটকি, সুপারি, কপিসহ ৫০ হাজারের বেশি বস্তা পণ্য রয়েছে। এসব পণ্য স্থলবন্দরের ব্যবসায়ী শওকত আলী, ওমর ফারুক, মো. আয়াছ, এমএ হাসেম, মো. ওমর ওয়াহিদ, আবদুর শুক্কুর সাদ্দামসহ অনেকের মালামাল রয়েছে।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা এম আব্দুল্লাহ আল মাসুম বলেন, গত ২০২৩-২৪ অর্থ বছরের ২৩ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৭ হাজার মেট্রিক টন পণ্যে আমদানি হয়েছে। এর বিপরীতে সরকার ২৫৭ কোটি টাকা রাজস্ব পায়। গেল বছর (২০২৪-২৫) অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১১ হাজার মেট্রিক টন আমদানি হয়। যার ফলে সরকার ৮৭ কোটি টাকা রাজস্ব পায় সরকার। রাখাইনে যুদ্ধের প্রভাবে গত বছরের তুলনায় ১৭০ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছি। অন্যদিকে গত দুই অর্থ বছরে যেসব পণ্যে রপ্তানি হয়েছে। তার মধ্য উল্লেখযোগ্য হচ্ছে সিমেন্ট।
গত ২৩-২৪ অর্থ বছরের সিমেন্ট রপ্তানি হয়েছে ২৩৬ মেট্রিক টন। যার মূল্য ১ কোটি ১৩ লাখের অধিক টাকা মূল্যের সিমেন্ট। এছাড়া চলতি ২৪-২৫ অর্থ বছরে ২৯১ মেট্রিন টন সিমেন্ট রপ্তানি হয়েছে। যার মূল্য ২ কোটি ৮৫ লাখ টাকা।
মিয়ানমারে মংডু শহর আরকান আর্মি দখলে নেওয়ার পর আমাদের দেশে পণ্যবাহী জাহাজ গুলো আসে