মো. রাফাসান আলম, রাবি:রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আইপিই ক্লাব আয়োজিত স্টেম বিভাগের (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। এছাড়া অন্যান্য ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরাও এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রুয়েট অডিটোরিয়ামে সেমিনারটি সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।
সেমিনারে রাজশাহীর স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ও গণিত) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেন। এদিন উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিজনেস কেইস প্রতিযোগিতা ‘ক্র্যাকারজ্যাক ২.০’ এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, আইসিটি উপদেষ্টার পলিসি উপদেষ্টা ও বিশিষ্ট লেখক ফয়েজ আহমদ তাইয়েব, এইচ অ্যান্ড এম থেকে শারমিন আখতার দিবা, লিন্ডে বাংলাদেশ থেকে উম্মে আফতাহাউনে মোহনা, এস্পায়ার টু ইনোভেট থেকে মো. আফজাল হোসেন সরোয়ার ও আবদুল্লাহ আল ফাহিম এবং লাইটক্যাস্টল পার্টনার্স থেকে বিজন ইসলাম উপস্থিত ছিলেন।
সেমিনারে এটুআই এর হেড প্রজেক্ট ম্যানেজার আবদুল্লাহ আল ফাহিম বলেন, “স্টেমে দেখা যায় নারীরা অনেক পিছিয়ে। স্টেমের রিপোর্ট অনুযায়ী ১২% নারী ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত আছে, এটি যথেষ্ট নয়, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ১০০% ইনোভেশন হাব তৈরি করতে হবে। জুলাই বিপ্লবের অন্যতম কারণ ছিলো রাষ্ট্রের নীতিনির্ধারকেরা ছাত্র জনতার পালস না বোঝা। জনগণ ও সরকারের সমন্বয় বাড়াতে আমরা তৈরি করেছি ই-পার্টিসিপেশন, এখন থেকে রাষ্ট্রকাঠামো যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ই-পার্টিসিপেশনের মাধ্যমে ছাত্র জনতার মতামত নিতে পারবে।”
সেমিনারে লিনডে বাংলাদেশের আঞ্চলিক ম্যানেজার উম্মে আফতাহুন মোহনা বলেন, “শুধু স্কিল থাকলেই হবে না, যোগাযোগ দক্ষতা থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। জীবনকে ভালোভাবে গড়তে হলে অবশ্যই একজন ভালো মেন্টরের সাহায্য নিতে হবে। জীবনে বাধা আসবে কিন্তু সেগুলোকে সহজ ভাবে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”
টেন মিনিট স্কুলের সিইও আইমান সাদিক মানুষের সমস্যাগুলোকে উল্লেখ করে বলেন, “অধিকাংশ মানুষ নিজের সমস্যা বুঝতে পারে না। তারা সিম্পটম বুঝেই সেগুলোকে নিজের সমস্যা মনে করে। যেমন, কোনো কারণে মন খারাপ, কিন্তু সমস্যা হলো মন খারাপ না, মূল সমস্যা হলো সিম্পটমগুলো অন্য জায়গায়। হতে পারে সিজিপিএ খারাপ হয়েছে, অথবা প্রজেন্টেশন ভালো হয়নি। এটা ছাড়াও আরো অনেক কারণ হতে পারে। তাই মূল বিষয় হলো সমস্যা আর সিম্পটম আলাদা করে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে, কেইস স্লবিং করতে অবশ্যই সেটি দরকার। সমস্যা ও সমস্যার মূল লক্ষণ আইডেন্টিফাই করতে হবে। নিজের উপস্থাপন সুন্দরভাবে করা, যার জন্য মোবাইলে নিজের ভয়েস, ভিডিও করে নিজের প্রেজেন্টেশন স্কিল বাড়ানো। সিম্পলগুলো ধরে ধরে সমস্যার সমাধান করা।
সেমিনারটি নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত শী-স্টেম প্রকল্পের আওতায় টেন মিনিট স্কুল, ডেভলার্ন, লাইটক্যাস্টল পার্টনার্স এবং পলিসি একচেন্জ বাস্তবায়ন হয়।