টেকনাফ দিয়ে ঢুকেছে আরও ৩৬ রোহিঙ্গা

টেকনাফ দিয়ে ঢুকেছে আরও ৩৬ রোহিঙ্গা

টেকনাফ প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল নৌঘাট দিয়ে ৩৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু অনুপ্রবেশ করেছে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে তারা বাংলাদেশে ঢুকে।

বিষয়টি নিশ্চিত করে সাবরাং স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, দুপুরে সাবরাং মুন্ডার ডেইল মেরিন ড্রাইভ নৌঘাট দিয়ে ইঞ্জিন বিকল হওয়া একটি ট্রলারে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেন। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে।

রোহিঙ্গারা জানান, মায়ানমারে আরাকান আর্মির নির্যাতনের কারণে প্রাণ বাঁচাতে কাঠের ট্রলারে করে ৩৬ জন নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে আসছিলেন। মাঝ সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় ৫ দিন সাগরে ভাসমান থাকার পর একটি মাছ ধরার নৌকা ট্রলারটিকে টেনে নিয়ে আসে।

Leave a reply

Minimum length: 20 characters ::