শিবচরে রোকেয়া মেমোরিয়াল হসপিটালের ৬ষ্ঠ বছর পূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

শিবচরে রোকেয়া মেমোরিয়াল হসপিটালের ৬ষ্ঠ বছর পূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে রোকেয়া মেমোরিয়াল হসপিটালের ৬ষ্ঠ বছর পূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১ জানুয়ারি) পৌর বাজারের সদর রোডে রোকেয়া মেমোরিয়াল হসপিটালে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে আসা ডাক্তারগণ প্রায় ৬শ থেকে ৭শ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও রোকেয়া মেমোরিয়াল হসপিটালের পক্ষ থেকে  যাবতীয় ফ্রী টেস্ট করানো হয়। রাতে রোকেয়া মেমোরিয়াল হসপিটালের ৬ষ্ঠ বছর পূর্তি
উপলক্ষে কেক কেটে জাঁকজমকপূর্ণ ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ জোনাব আলী, রোকেয়া মেমোরিয়াল হসপিটালের ব্যবস্থাপক মোঃ বুলবুল আহমেদ, শিবচর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনজুরুল আলম, ডাঃ আফসানা আক্তার উষা, ডাঃ মোঃ হাবিবুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
চিকিৎসা সেবা নিতে আসা এক রোগী সাথে কথা হলে তিনি বলেন, রোকেয়া মেমোরিয়াল হসপিটাল ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করার কারনে আজকে আমাদের মতো গরীব অসহায় মানুষেরা চিকিৎসা সেবা নিতে পারছে। কারন এতো বড় ডাক্তার দেখাতে ও টেস্ট করাতে হলে অনেক টাকার প্রয়োজন। আমরা গরীব, অসহায় মানুষেরা এতো টাকা কোথায় পাব বলেন।তাই আমাদের চিকিৎসা ঠিক মতো হয় না।
রোকেয়া মেমোরিয়াল হসপিটালের ব্যবস্থাপক মোঃ বুলবুল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর । তাই আমি অন্য ব্যবসার সাথে সংযুক্ত না হয়ে হসপিটালে সাথে সংযুক্ত হয়েছি। কারন এই ব্যবসার সাথে জড়িত থাকার কারণে আজ গরীব, অসহায় মানুষের কিছুটা হলেও সেবা করতে পারছি

Leave a reply

Minimum length: 20 characters ::