উখিয়ায় ভিক্ষুকের  বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ 

উখিয়ায় ভিক্ষুকের  বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ 
মোঃআমান উল্লাহ, কক্সবাজার:কক্সবাজারের উখিয়ায় “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি”র আওতায় ছাগল  এবং দোকানের মালামাল বিতরণ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম।
গত বৃহস্পতিবার  (২৬ ডিসেম্বর) ৫ জন ভিক্ষুকের মধ্যে পুনর্বাসন উপকরণ হিসেবে ৪ জনকে ছাগল এবং ০১ জনকে দোকানের মালামাল প্রদান করা হয়।উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন এটিএম কাউছার, কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা ভার প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সহ   উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে মোঃ মুসলিম উদ্দিন  পুনর্বাসনের জন্য দোকানের মালামাল পেয়ে উচ্ছ্বসিতস্বরে তিনি বলেন, “আমি অন্ধ মানুষ। আমাকে আর ভিক্ষা করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। এটা আমাদের জীবনের জন্য বড় পাওয়া।উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, ভিক্ষুকদের নিড এ্যাসেসমেন্ট করা হয়েছে। নিড এ্যাসেসমেন্টের ভিত্তিতে ভিক্ষুকদের পুনর্বাসন করা হচ্ছে। তিনি আরও জানান, উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে পুনর্বাসিত ভিক্ষুকদের মনিটরিংয়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানান, উপজেলার তালিকাভুক্ত ১১৯ জন ভিক্ষুকদের মধ্যে ইতোমধ্যে ০৯ জনকে পুনর্বাসন করা হয়েছে।  গতকাল ৫ জনসহ মোট ১৪ জনকে পুনর্বাসন করা হলো। তিনি আরও জানান, বাকীদের পর্যায়ক্রমে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব  মোঃ খোরশেদ আলম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগের প্রসংশা করেন এবং এ খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণের পরামর্শ দেন।

Leave a reply

Minimum length: 20 characters ::