আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি:দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশে ফিরে আবারও ওয়াজ মাহফিলে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা ইতোমধ্যেই হাজারো ভক্ত ও অনুসারীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্ট্যাটাসে আজহারী লিখেছেন:
“আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম।
দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।
প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।”
আগামীকাল, ২৭ ডিসেম্বর, কক্সবাজার জেলার পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনতে পারবেন দর্শক-শ্রোতারা। এটি তার ওয়ার্ম-আপ প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেছেন এই বক্তা । মূল বিভাগীয় সফর শুরু হবে জানুয়ারি মাস থেকে।
আজহারীর দেশে ফেরার খবর এবং তার তাফসির মাহফিলের আয়োজনের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্য শোনার জন্য ভক্ত-অনুসারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আজহারীর পরিকল্পনা অনুযায়ী, তিনি নতুন বছর ২০২৫ সাল থেকে দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে প্রোগ্রামে অংশ নেবেন। তার এ দাওয়াতি অভিযাত্রায় তিনি ইসলামের শাশ্বত বাণীকে আরও বেশি মানুষের কাছে বুদ্ধিবৃত্তিক উপায়ে পৌঁছে দিতে চান।
উল্লেখ্য, মিজানুর রহমান আজহারী ইসলামী চিন্তাধারা, কুরআনের তাফসির এবং আধুনিক বুদ্ধিবৃত্তিক আলোচনার জন্য বিখ্যাত। তার বক্তব্য লাখো মানুষের হৃদয়ে ইসলামের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করেছে।