রাফি চৌধুরী,সীতাকুণ্ডঃসীতাকুণ্ডে সামাজিক সংগঠন মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে, প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকীর উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের ফাতেমা মহসিন সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের এই কমিটি ঘোষনা করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কায়সার আহামেদ সরোয়ার,সাধারণ সম্পাদক নির্বাচিত হযেছেন মোঃ তাইসির উদ্দিন।
দিনব্যাপী অনুষ্ঠানে সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলা মিলনায়তনে মেধাবী ছাত্র ছাত্রীদের ইংলিশ স্পোকিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট প্রধান অনুষ্ঠিত হয়।
এতে ইউ এন ও কে. এম. রফিকুল ইসলাম সার্টিফিকেট প্রধান করেন।
দ্বিত্বীয় অনুষ্ঠান সন্ধ্যার ৬ টা থেকে সংগঠনের প্রধান আহমেদ আরমান সিদ্দিকীর গ্রামের বাসভবনে (সাবেক মন্ত্রী এল কি সিদ্দিকীর বাড়ী) নতুন কমিটি ঘোষনা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন করা হয়।
এতে ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম, মাহমুদ এন্ড সবুজ সি.এ ফার্ম-এর চার্টার্ড একাউন্ট্যান্ট মো. কামরুল হাসান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সংগঠনের উপদেষ্টা, সংগঠনের সদস্যরা অন্যান্য অনেক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা করেন মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী।
সংগঠনের উপদেষ্টা প্যানেলে আরও দুজন নতুন উপদেষ্টা ড. জামশেদ আলী,শামীমা আলী কে নিয়োজিত করা হয়েছে।
মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন নতুন কমিটির ঘোষণায় নির্বাচিত হয়েছেন সভাপতি- কাউসার আহামেদ সরোয়ারি,সহ- সভাপতি- জুবায়ের ইসলাম নিহাল,ইব্রাহিম রাইহান,সাধারণ সম্পাদক- মোঃতাইসির উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক,নাসিমা আক্তার,আসমা আক্তার,আদনান হাসেম মিরাজ, সাংগঠনিক সম্পাদক- মোঃ রিপন,সহ -সাংগঠনিক সম্পাদক-তাজনুর তাবাচ্ছুম সুমাইয়া,অর্থ সম্পাদক -মোঃ জাহেদ,সহ -অর্থ সম্পাদক- জেসমিন আক্তার,তথ্য ও প্রচার সম্পাদক- মুশির্দা আঁকন,সহ তথ্য ও প্রচার সম্পাদক -মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক- তামিম আহম্মদ,সহ দপ্তর সম্পাদক-
সারজিনা আক্তার সুমাইয়া,আইন বিষয়ক সম্পাদক- তানফি আক্তার,সহ আইন বিষয়ক সম্পাদক- তানজিলা মাসুদ মাহিসা,সমাজ কল্যাণ সম্পাদক -ইমতিয়াজ নয়ন,সহ সমাজ কল্যাণ সম্পাদক- তহিদুল ইসলাম সাগর,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আফরোজা সুলতানা,সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -সালমা আক্তার,ধর্ম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সায়মন,
সহ ধর্ম বিষয়ক সম্পাদক -ইসমাইল হোসাইন ফাহিম,বৃক্ষ ও পরিবেশ বিষয়ক সম্পাদক
ফাতিন মাহমুদ,সহ বৃক্ষ ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা নিপা,কৃষি বিষয়ক সম্পাদক- মোঃ আব্দুল মাজিদ শাওন,সহ কৃষি বিষয়ক সম্পাদক- তিশা,বাণিজ্য বিষয়ক সম্পাদক- ফারহানা আক্তার,সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক-
ফাতেমাতুল জান্নাত,শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- ফাইজুল হাসনাইন,সহ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক -আনিকা তাবাচ্ছুম,নারী ও শিশু বিষয়ক সম্পাদক -মোহসেনা আক্তার মিনা,সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক -লাবণ্য বড়ুয়া,ক্রীড়া বিষয়ক সম্পাদক- সজল দেব নাথ,সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক- জোবায়ের ইসলাম রিজবী।
সবশেষে পরিবারের এক সদস্যের জন্মদিনের কেক কেটে আনন্দের ভাগাভাগি করে সমাপ্ত ঘোষনা করা হয়।