শিবচরে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

শিবচরে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন শিরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরাব উদ্দিন মাতুববর । শনিবার (৭ ডিসেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদে তিনি এই সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি আওয়ামীলীগের চেয়ারম্যান হওয়ার কারণে আমাকে বিপদে ফালানোর জন্য এক শ্রেনী লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার ক্রয়কৃত সম্পত্তির উপর আমি কাজ করছি। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এক শ্রেনী লোক মিথ্যা প্রচার করছে আমি নাকি জোর করে অন্যের জমিতে মাটি ভরাট করছি। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে সরাব উদ্দিন মাতুব্বর আরো বলেন, সাংবাদিক ভাইরা আপনারা ঘটনাস্থলে গিয়ে সঠিক তদন্ত করে দেখেন এবং আমি যাদের কাছ থেকে জমি কিনেছি তাদের বক্তব্য নেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য নেন। তারা যদি বলে এই জমি আমার না তাহলে আপনাদের বিচারে যা হয় আমি তা মাথা পেতে নিবো।
উল্লেখ্য, শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকইর এলাকার ছালাম মোল্লা ও তার ভাইয়ের ১ একর সতের শতাংশ চাষের জমি গত কয়েকদিন ধরে দখল করে জোর করে ভেকু দিয়ে মাটি তুলে জোরপূর্বক দখল করছে বলে এমন একটি মিথ্যা অভিযোগ করে শিরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরাব উদ্দিন মাতুববরের বিরুদ্ধে ।

Leave a reply

Minimum length: 20 characters ::