ওসি প্রদীপসহ ৭ পুলিশের আরো চারদিনের রিমান্ড

ওসি প্রদীপসহ ৭ পুলিশের আরো চারদিনের রিমান্ড

কক্সবাজার: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতসহ সাত পুলিশ সদস্যর আবারো চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ আদেশ দেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আগে মঞ্জুর হওয়া ওসি প্রদীপসহ তিনজনের সাতদিনের রিমান্ড শেষে সোমবার তাদের আদালতে হাজির করা হয়। একই সঙ্গে মামলায় অভিযুক্ত সাত পুলিশ সদস্যর ফের সাতদিনের রিমান্ডের জন্য আবেদন করা হলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর পুলিশের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবীর চৌধুরী

পুঁজিবাজারে সূচকের বড় পতন