শেখ হাসিনা কখনোই দেশের মঙ্গল চাননি: সাজ্জাদ হোসেন সিদ্দিকী

শেখ হাসিনা কখনোই দেশের মঙ্গল চাননি: সাজ্জাদ হোসেন সিদ্দিকী
মাদারীপুর জেলা প্রতিনিধি:দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক প্রকাশক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকীর বড় ছেলে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে আস্ফালন করছেন। সেখানে বসে তিনি বিভিন্ন রকম উদ্যত কথাবার্তা বলছেন। শেখ হাসিনা কখনোই দেশের মঙ্গল চাননি। শনিবার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিরুয়াইল ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ‘ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত শীর্ষক’ আলোচনা সভা ও ছাত্রসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময়ে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিরা চৌধুরী, পৌরসভা বিএনপির আহব্বায়ক হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ,সদস্য সচিব সাইদুর রহমান বেপারীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, শেখ হাসিনা ভারতে বসে তাদের প্ররোচনায় নানা কিছু বলছেন। তিনি দেশের ভালোই যদি চাইতেন তাহলে হেলিকপ্টার দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করতে না! যেখানে ৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে।তার একটুও বুক কাঁপলো না।সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু আরো বলেন, শেখ হাসিনা নাকি আবার বাংলাদেশে আসতে চান।
তাকে এদেশের মানুষ আর জায়গা দেবে না। তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই করেননি। পদ্মাসেতু করতে গিয়ে তারা হাজার কোটি টাকা লুট করেছেন।
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, তরুণরাই যুদ্ধ করে। তাদের হাত ধরেই এদেশে স্বাধীনতা এসেছে। ২৪ এর পট পরিবর্তন এসে তরুণদের রক্তদানের মধ্য দিয়ে। ছাত্রদলের ইতিহাস গৌরবের ইতিহাস, ছাত্রদলের ইতিহাস সম্মানের ইতিহাস! অত্যন্ত আদর্শের ইতিহাস। আমি চাইবো, ছাত্ররা যেন তাদের নীতি, ঐতিহ্য ও আদর্শ ধরে রাখে।

Leave a reply

Minimum length: 20 characters ::