শিল্প উপদেষ্টা শিপইয়ার্ড পরিদর্শন সীতাকুণ্ডে

শিল্প উপদেষ্টা শিপইয়ার্ড পরিদর্শন সীতাকুণ্ডে

রাফি চৌধুরী,সীতাকুণ্ডঃ শিল্পমন্ত্রনালয়ের উপদেষ্টা সীতাকুণ্ডের শীতলপুরস্হ তিনটি শিপ ইয়ার্ড পরিদর্শন করেছেন,তিনি ইয়ার্ডের কার্যপ্রদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
সীতাকণ্ডের কেশবপুর তেঁতুলতলা আরব গ্রীন শিপ ব্রেকিং ইয়ার্ড,বার আউলিয়া গামারীতলা কেএসআরএম গ্রুফের কবির ষ্টীল গ্রীন শিপ ব্রেকিং ইয়ার্ড ও ননগ্রীন তাইওয়া শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন।

এসময় তিনি আরব গ্রীণ শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে গিয়ে ইয়ার্ডের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। শুক্রবার বেলা ১১টায় গ্রিন ইয়ার্ডটি পরিদর্শন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি জাকিয়া সুলতানা,চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লাস অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর সভাপতি মোঃ আবু তাহের, ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিঙ্কু, মোহাম্মদ করিম উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ নাঈম শাহ ইমরান, মোঃ সেকান্দর হোসেন, আরব শিপ ব্রেকিং ইয়ার্ডের চেয়ারম্যান মোঃ সায়ের মিয়া, ব্যবস্হাপনা পরিচালক নুর উদ্দিন মোহাম্মদ রুবেল সিআইপি, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,জহুরুল আলম।

এরপর উপদেষ্টা প্রগতি ইন্ডাস্ট্রি লিঃ পরিদর্শন ও মধ্যাহ্নভোজ করেন।এদিকে প্রগতিতে গাড়ী ক্রয়ে এস, আর, ট্রাক্টরস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর সামছুল হুদা ড়াড়ী ক্রয় করার জন্য অগ্রিম দেয়া ১৩ কোটি টাকা দিয়েও দীর্ঘদিনধরে গাড়ী না পেয়ে মিলে প্রবেশ করে উপদেষ্টার সাথে দেখা করতে চেয়ে ও পারেনি গেইটের দারোয়ান প্রবেশ করতে দেয়নি সাথে কোন সাংবাদিককেও প্রগতি কারখানায় ঢোকতে দেয়নি কর্তৃপক্ষ। গাড়ী ব্যবসায়ী সামছুল হুদা গেইটে কান্নারত অবস্হায় সাংবাদিকদের কে বলেন, প্রগতির দূর্সময়ে আমি টাকা দিয়ে বেতন চালিয়েছি,প্রগতি আমাকে গাড়ীও দেয়নি,টাকাও ফেরৎ দেয়নি,আজ প্রগতির গেইটে ও ঢোকতে দেয়নি তারা।আমি তের কোটি টাকা ফেরত চাই।

Leave a reply

Minimum length: 20 characters ::