জকিগঞ্জ উপজেলা প্রশাসন নমুনা শস্যকর্তনে মাঠে

জকিগঞ্জ উপজেলা প্রশাসন নমুনা শস্যকর্তনে মাঠে

আজাদুর রহমান (জকিগঞ্জ প্রতিনিধি): আজ ২৭ নভেম্বর ২০২৪ বুধবার ১২ ঘটিকার সময় জকিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাগণ ধান কর্তন করেন।

জকিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিনা১৭ ধান প্রদর্শনী হিসাবে সিলেটের জকিগঞ্জ উপজেলার ভরণ সুলতানপুরের মখলিছুর রহমানকে ১ বিঘা জমিতে বীজ সার প্রদান করা হয়। চারা রোপণের ১২৫ দিনের পর আজ মাঠ থেকে নমুনা শস্য সংগ্রহ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু বলেন, কৃষকদের উৎসাহ প্রদানের জন্যই উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা নিয়ে মাঠে ধান কর্তন করেছি। এবং বিনা ধান- ১৭ কতটুকু হয়েছে জকিগঞ্জ উপজেলায় তা নিশ্চিত করার জন্যই নমুনা শস্যকর্তন করা হয়ে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, জকিগঞ্জ উপজেলা প্রশাসন প্রণোদনা কৃত জমির ধান কর্তন করে বিনা ধান-১৭, ১ বিঘা থেকে প্রায় ১৩ কেজি উৎপাদন হয়েছে এবং হেক্টর প্রতি ফলন ১২.৪১ টন।

কৃষক মখলিছুর রহমান বলেন, জকিগঞ্জ কৃষি অফিসের সহযোগিতায় ধান রোপণ করে এ বছর অন্য বছরের তুলনায় ফলন অনেক বেশি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ বিয়ানিবাজার সার্কেল অফিসার এহিয়া আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা বিণয় ভূষণ দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান,
সমবায় কর্মকর্তা ফখর উদ্দিন , প্রাথমিক শিক্ষা অফিসার ইমদাদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার শেখ ফরিদ প্রমূখ।

Leave a reply

Minimum length: 20 characters ::